কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘আংশিক নয়, পুরো সত্য’ এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা দেশের অন্যতম প্রধান দৈনিক ‘কালের কণ্ঠ’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার নানা কর্মসুচি পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে শুভ সংঘের আহবায়ক আব্দুর রব নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কালের কন্ঠের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল হুদা অলকের সঞ্চলানায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মোহিত কুমার দা, আব্দুল হান্নান, শাহনেয়ামতুল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, জৈষ্ঠ সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, শুভসংঘের সদস্য সচিব আসাদুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোল্লাডাঙ্গা সমাজ সেবক সংঘের সভাপতি একরামুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, জৈষ্ঠ সাংবাদিক মনিরুল ইসলাম বাদল, রফিকুল আলম, রবিউল হাসান ডলার, এমএ মাহবুব, আনোয়ার হোসেন, জাকির হোসেন পিংকু, জহুরুল ইসলাম, মেহেদি হাসান, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজমাল হোসেন মামুন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনক, জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ।
সভায় বক্তারা দেশের প্রয়োজনে, মানুষের কল্যাণে কালের কণ্ঠ আরো বেশী কাজ করে যাবে বলে প্রত্যাশা করেন।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
এরআগে বৃষ্টির মাঝে একটি র‌্যালি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০১-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2jygiCy

January 10, 2017 at 03:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top