উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ইসলামপুরঃ সিপিএম ইসলামপুর জোনাল কমিটি ৮ দফা দাবি জানিয়ে বিডিও-কে ডেপুটেশন দেয়। তাদের দাবি, ইসলামপুর ব্লকের কমলাগাঁ সুজালি গ্রাম পঞ্চায়েতের রিভারভিউ চা বাগান ও মাটিকুন্ডা-২ গ্রাম পঞ্চায়েতের গ্রিনকার্ড চা বাগান ও শুভম চা ফ্যাক্টরিতে সাসপেনশন অব ওয়ার্ক থাকায় প্রায় এক হাজার শ্রমিকের পরিবার অনাহারে দিনযাপন করছেন। ওই শ্রমিকদের সাময়িক ত্রাণ দেওয়ার দাবি তোলেন তারা। কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে ধান কেনার দাবি তোলার পাশাপাশি দুস্থদের জন্য বরাদ্দ গৃহনির্মাণ প্রকল্পের অর্থ বেনিফিশিয়ারিদের সরাসরি দেওয়া হলেও পরবর্তী কিস্তির টাকা (কাটমানি) না দিলে ছাড়া হচ্ছে না। সেই বিষয়ে তদন্তের দাবি তোলেন তারা। ওই ডেপুটেশনের নেতৃত্ব দেন দলীয় নেতা বিকাশ দাস, ইউসুফ আলি, স্বপন গুহনিয়োগী প্রমুখ। বিডিও রাজু মণ্ডল জানান, তাঁদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দেখা হবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2k898Rx
January 20, 2017 at 07:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন