ঢাকা, ০৯ জানুয়ারি- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন র্যাংকিংয়ে ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। তবে টেস্ট ও টি-টোয়ন্টি ফরম্যাটে সাকিবের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি। ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষে থাকা সাকিবের বর্তমান পয়েন্ট ৩৭৭। দ্বিতীয় অবস্থানে থাকা শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের পয়েন্ট ৩৫৫। টেস্ট ও টি-টোয়েন্টিতে দ্বিতীয় অবস্থানে থাকা সাকিবের পয়েন্ট যথাক্রমে ৪০৫ এবং ৩৪৬। টেস্টে প্রথম অবস্থানে থাকা রবিচন্দন অশ্বিনের পয়েন্ট ৪৮২ এবং টি-টোয়েন্টির শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের পয়েন্ট ৩৮৮। অলরাউন্ডিং পারফরম্যান্সের পাশাপাশি টেস্ট বোলিংয়ের র্যাংকিংয়েও ভালো অবস্থানে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় এই বিজ্ঞাপন। উঠে এসেছেন ছয় নম্বরে। ব্যক্তিগত পাফরম্যান্সে সুবিধা করতে পারলেও দল হিসেবে বাজে সময় কাটাচ্ছে সাকিবের বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতেও ৩-০ তে সিরিজ হেরেছে মাশরাফি বিন মুর্তজা-সাকিব আল হাসানরা। আর/১৭:১৪/০৯ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iZm4MW
January 10, 2017 at 12:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top