উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, হাসিমারা ও মাদারিহাটঃ শুক্রবার দুপুরে তেল চুরির জেরে হাসিমারার ৩১সি জাতীয় সড়কে আগুন ধরে গেল পেট্রোল ভরতি এক ট্যাংকারে। হাসিমারা বায়ুসেনার কর্মীরা তত্পরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনায় ভয়ঙ্কর রূপ নিতে পারেনি। তবুও আগুন আসত্তে আসার আগেই ভস্মীভূত হয়ে যায় একটি গ্যারেজ, একটি লাইন হোটেল ও অবৈধ তেলের গুদাম।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের কিছু কর্মীদের মদতেই চলছে তেল চুরির কারবার। স্থানীয় গ্যারেজগুলির মালিক-কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে রমরমিয়ে চলছে এই কারবার। এর আগেও আগুন লাগে ট্যাংকারে। শুক্রবার ফের তেল চুরি করতে গিয়ে আগুন ধরে একইভাবে।
স্থানীয়দের দাবি, বারবার এরকম চলতে থাকলে বড়োসড়ো দুর্ঘটনা খুব শীঘ্রই ঘটবে। জয়গাঁর এসডিপিও বলেন, হাসিমারা ফাঁড়ির পুলিশকর্মীদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করা হবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2in7xLw
January 14, 2017 at 02:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন