ঢাকা, ০৪ জানুয়ারি- প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন সাইফ হাসান। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক বুধবার জাতীয় ক্রিকেট লিগে এই কীর্তি গড়েছেন। ঢাকা বিভাগের টপ-অর্ডার ব্যাটসম্যান বরিশালের বিপক্ষে খেলেছেন ২০৪ রানের মহাকাব্যিক ইনিংস। ঠিক আগের ম্যাচেও সেঞ্চুরি এসেছিল ১৮ বছর বয়সী কিশোরের ব্যাট থেকে। ৫৫৬ মিনিট ক্রিজে থেকে সাইফ ২০৪ রানের ইনিংসটি খেলেছেন ৪১০টি বল মোকাবেলা করে। এতে ছিল ১টি ছক্কা ও ২০টি চারের মার। বিশ্ব ক্রিকেটে সাইফের চেয়ে কম বছর বয়সে ডাবল সেঞ্চুরি আছে মাত্র ১৪টি। সাইফের সেঞ্চুরির ম্যাচটিতে ডাবল সেঞ্চুরি করেছেন তার সতীর্থ তাইবুর রহমানও। ২৪২ রান এসেছে তাইবুরের ব্যাট থেকে। সাইফ-তাইবুরের ব্যাটে ঢাকা বিভাগ ৬ উইকেটে ৫৮৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। আর/১৭:১৪/০৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hQtMJm
January 04, 2017 at 11:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top