নকল বন্ধে শিক্ষার্থীদের কাছে ইউএনওর চিঠি

নিজস্ব প্রতিবেদক ● আসন্ন এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সম্পন্নের লক্ষ্যে মুরাদনগরের ৮ হাজার পরীক্ষার্থীর কাছে খোলা চিঠি পাঠিয়েছেন মুরাদনগর উপজেলার নির্বাহী (ইউএনও) কর্মকর্তা।

সোমবার থেকে ইউএনও মোহাম্মদ রাসেলুল কাদের স্বাক্ষরিত ওই চিঠি শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

এদিকে ইউএনওর এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজসহ সব অভিভাবক।

চিঠির শুরুতে পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ইউএনও লেখেন, ২০১৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার জন্য তোমরা চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছ। প্রকৃতির চিরায়ত নিয়মে একদিন তোমার ওপর বর্তাবে রাষ্ট্রকে এগিয়ে নেয়ার দায়িত্ব। আমাদের এই প্রিয় দেশকে বিশ্বের মর্যাদাশীল জাতির কাতারে আসীন করতে তোমরাই এগিয়ে আসবে সর্বাগ্রে। তোমাদের হতে হবে আরো গতিশীল ও চৌকস। নকলের ধকল কাটিয়ে সমাজকে করতে হবে কলুষমুক্ত। আশা নয়, আমার একান্ত বিশ্বাস তোমার পরিবার ও নিকটজন নকল প্রতিরোধে সোচ্চার হবে। তোমাদের মেধা, মনন এবং সৃজনশীলতার ওপর নির্ভর করবে আমাদের এই প্রিয় মাতৃভূমির ভবিষ্যৎ। আর তোমাদের মেধা, মনন, সৃজনশীলতা ও কঠোর অনুশীলনের ওপর তোমরা নিজেদের গড়ে তুলবে ভালো মানুষ হিসেবে।

খোলা চিঠির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আড়াই মাস হলো আমি এ উপজেলায় দায়িত্ব পালন করছি। তার মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া এবং শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে কথা বলার সুযোগে তাদের অনেক বিষয়ে ইতিমধ্যে অবগত হয়েছি। সেই থেকেই আমি এই খোলা চিঠি লিখেছি। আমার এই উদ্যোগ থেকে একজন শিক্ষার্থীও যদি অনুপ্রাণিত হয়, তবেই আমার এই পত্রের সফলতা। আগামী এসএসসি ও দাখিল পরীক্ষায় সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

The post নকল বন্ধে শিক্ষার্থীদের কাছে ইউএনওর চিঠি appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2j0uOCb

January 09, 2017 at 11:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top