ঢাকা, ২১ জানুয়ারি- পর্দার জনপ্রিয় মুখ জাকিয়া বারি মম। লাক্স সুন্দরী হয়ে পর্দায় পা রেখে শুধু ছোট পর্দায়ই নয় অভিনয় করেছেন বড় পর্দাতেও। তার অভিনীতি সর্বশেষ ছবি ছুঁয়ে দিলে মন। এবার অভিনয় করছেন তানিম রহমান অংশু পরিচালিত স্বপ্নবাড়িতে। এটিতে তার বিপরীতে আছে আনিসুর রহমান মিলন। তবে চলচ্চিত্রের চেয়ে হাতে নাটকের সংখ্যাই বেশি। বেশ কিছু নাটকেও অভিনয় করছেন তিনি। সব মিলিয়ে নাটকের কাজেই বেশি ব্যস্ত রয়েছেন মম। মম বলেন, মুহূর্তে নতুন চলচ্চিত্র স্বপ্ন বাড়ির শুটিং করছি। তবে হাতে বেশ কিছু নাটকও রয়েছে। এর মধ্যে আরটিভিতে প্রচারিত শামীম জামানের পরিচালনায় নাটক ঝামেলা আনলিমিটেড। এখানে আমাকে রানী নামের একটি বিশেষ চরিত্রে দর্শকরা দেখবেন। এছাড়াও শিহাব শাহীনের লিপস্টিক, ফেরদৌস হাসান রানার মায়া ও হিমেল আশরাফের অনেকের মাঝে আমি একা নাটকেও অভিনয় করছি । তিনি জানান, এ নাটকগুলোর বাইরে আসছে পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবসসহ বিভিন্ন বিশেষ দিন উপলক্ষে বেশ কয়েকটি নাটকেও কাজ করছি। আর/১০:১৪/২১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jJTsXV
January 22, 2017 at 12:26AM
21 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top