উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কটকঃ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ইংল্যন্ডের বিরুদ্ধে ১৫ রানে জেতে ভারত। টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল ঠিক সিদ্ধান্তই নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক মরগান। মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়েও প্রচন্ড চাপে মাহি-যুবির যুগলবন্দীর ২৫৬ রান ভারতকে ৩৮২ রানের লক্ষ্য স্থির করতে সাহায্য করেছে। খেললেন এক ঐতিহাসিক অধ্যায়। সাক্ষী রইল কটকের বারাবাটি স্টেডিয়াম। দীর্ঘ কয়েক বছর অপেক্ষার পর দলে সিলেকশন হওয়ার পর তার মর্যাদা রাখলেন যুবি। ১৫০ রানে শেয করলেন আজ। পর একের পর এক এত সহজে বাউন্ডারির বাইরে বল পাঠিয়ে বাঁ হাতি যুবরাজের ব্যট থেকে এল দুর্ধর্ষ রান। এদিকে অধিনায়কত্ব ছাড়ার পর প্রথম সেঞ্চুরি করলেন ধোনি। করলেন ১৩৪ রান।
ভারতের পক্ষে অশ্বিন ৩টি, বুমরাহ ২টি, কুমার ও জাদেজা ১টি করে উইকেট নেন।
এত বিশাল রানের সফরে নেমেও ইংল্যান্ড ৩৬৬ রানে ৮ উইকেটে গুটিয়ে যায়। ইংল্যান্ডের পক্ষে মরগান করেন ১২৯ বলে ১০২ রান। ইংল্যান্ডের পক্ষে ওকস্ নেন ৪টি এবং প্লাংকেট ২টি উইকেট নেন।
ম্যান অফ দ্যা ম্যাচ হলেন যুবরাজ সিং।
from Uttarbanga Sambad http://ift.tt/2jcO78r
January 19, 2017 at 10:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন