ইংল্যন্ডের বিরুদ্ধে টি২০ ইন্টারন্যাশনালে বিশ্রামে অশ্বীন, জাদেজা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মুম্বইঃ স্পিনার রবীনচন্দ্রন অশ্বীন এবং রবীন্দ্র জাদেজাকে বিশ্রাম দিয়ে টি২০ ইন্টারন্যাশনালের পরবর্তী তিনটি ম্যাচের জন্য লেগ স্পিনার অমিত মিশ্র এবং অফ ব্রেক বোলার পারভেজ রাসুলকে দলে রাখা হয়। সোমবার বিসিসিআই জানায়, ‘অল ইন্ডিয়া সিলেকশন কমিটি এবং টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট আলোচনার মাধ্যমে স্পিনার রবীনচন্দ্রন অশ্বীন এবং রবীন্দ্র জাদেজাকে পেটিএম টি২০ ইন্টারন্যাশনাল থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয়।’

২৬ জানুয়ারি কানপুরে প্রথম ম্যাচ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

টি২০ ইন্টারন্যাশনালের তিনটি ম্যাচের প্রথমটি ২৬ জানুয়ারি কানপুরে, দ্বিতীয় ২৯ জানুয়ারি নাগপুরে এবং তৃতীয় ম্যাচটি ১ ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হবে।

টি২০ ইন্টারন্যাশনালের ভারতীয় টিমে রয়েছেন, কেএল রাহুল, মনদীপ সিং, বিরাট কোহলি, এমএস ধোনি, যুবরাজ সিং, সুরেশ রায়না, রিসভ পান্ট, হার্দিক পান্ডিয়া, অমিত মিশ্র, পারভেজ রাসুল, যুযবেন্দ্র চাচল, মণীশ পান্ডে, জে বুমরাহ, ভুবনেশ্বর কুমার, আশীস নেহরা।



from Uttarbanga Sambad http://ift.tt/2k8Z9fB

January 23, 2017 at 09:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top