কলকাতা, ২০ জানুয়ারি- ভাঙড়ের আগুন নিভেও নিভছে না। নতুন করে উত্তেজনা বেড়ে চলেছে। এ বার তৃণমূল কংগ্রেস নেতাকে খুনের হুমকি। ভাঙড়ের বুকে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামকে খুনের হুমকি আন্দোলনকারীদের। আরাবুলের খাসতালুক গাজিপুর লাগোয়া টোনা গ্রামে প্রকাশ্যে মাইক লাগিয়ে আরাবুলকেই খুনের হুমকি দিলেন আন্দোলনকারীরা। শুধু আরাবুলকে খুনের হুমকি দেওয়াই নয়, দু-তিন দিনের মধ্যে আরাবুলকে গ্রেফতার করা না হলে এলাকায় ঢুকলে তাঁকে জিন্দা ফিরতে দেবেন না বলে হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ভাঙড়কাণ্ডে নিহতদের শেষকৃত্য সম্পন্ন হয়। এ দিন সকাল ১০টা নাগাদ গ্রামের মানুষজন প্রথমে যান নিহত আলমগিরের বাড়িতে। সেখানে তাঁর আত্মার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে, আলমগির মোল্লাকে সমাধিস্থ করার পরে সকলে যান নিহত মফিজুল খানের বাড়িতে। সেখানে গিয়েও সকলে শেষকৃত্যে অংশ নেন। পরে শুরু হয় শোক মিছিল। নির্মীয়মান পাওয়ার গ্রিডের সামনে একটা সভাও করেন আন্দোলনকারীরা। সেখানে অন্যান্য বেশ কিছু সংগঠনের মানুষজনও উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে আলহ্বজ নিয়ামত হাবিবি সাহেব নামে এক আন্দোলনকারী প্রকাশ্যে মাইকে সকলের সামনেই ভাঙড়ের তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে গ্রেফতারের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, আগামী দু-তিন দিনের মধ্যে আরাবুলকে গ্রেফতার করতে হবে, না হলে আরাবুল এই এলাকায় ঢুকলে তাকে জিন্দা ফিরতে দেওয়া হবে না। তাঁর প্রাণনাশের হুমকি প্রসঙ্গে আরাবুল ইসলাম বলেন, এই ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। পুরো বিষয়টা দলকে জানিয়েছি। দলের নির্দেশমত পরবর্তী পদক্ষেপ নেব। শুনুন হুমকি ও তার জবাবে আরাবুল ইসলামের বক্তব্য আর/১২:১৪/২০ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iOBE9Q
January 20, 2017 at 06:32AM
Home
»
ওপার বাংলা
» চিন্তা বাড়াল ভাঙড়, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মারাত্মক হমকি। কী করবেন মমতা? (ভিডিও সংযুক্ত)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন