সরকারি পদ ফিরিয়ে দিলেন কুণাল। কাকে বললেন তৃণমূলের ন্যাশনাল ট্রান্সলেটর? (ভিডিও সংযুক্ত) কলকাতা, ০৮ জানুয়ারি- টেলিকম দফতরের উপদেষ্টা কমিটির সদস্য করা হয়েছিল তৃণমূলের সাসপেণ্ডেড সাংসদ কুণাল ঘোষকে। কিন্তু সদ্য জামিনে মুক্ত হওয়া, সারদা-কাণ্ডে অভিযুক্ত কুণাল শনিবার জানিয়ে দিলেন তিনি এই পদ গ্রহণ করছেন না। সাংবাদিক বৈঠক করে তিনি জানান, আমি সব ঝড়ঝাপটা কাটিয়ে মূল পেশা সাংবাদিকতায় ফিরে আসতে চাই। আমাকে যাঁরা এই পদের যোগ্য ভেবেছিলেন তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এটি একটি টেকনিক্যাল কাজ। গুরুত্বপূর্ণ কাজ। অনেক সময় দিতে হবে। আমার মামলা-তদন্তের বিষয় সামলে অত সময় আমি দিতে পারব না। তাই এই পদ আমি গ্রহণ করছি না। রোজ ভ্যালি তদন্তের প্রসঙ্গ তুলে কুণাল বলেন, তাপস পাল বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে কারও প্রশ্ন থাকতে পারে না। বিতর্ক হতে পারে এতদিন পরে কেন গ্রেফতার হলেন এই দুই সাংসদ। তৃণমূলের সাসপেণ্ডেড সাংসদ আবারও এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তোপ দাগেন। তিনি প্রশ্ন করেন, কেন দলে কোনও তদন্ত কমিটি তৈরি হল না? সারদা-রোজ ভ্যালিতে দলের কারা কীভাবে যুক্ত আছেন তার তদন্ত হওয়া উচিত। এই সূত্রেই তিনি তৃণমূলের সাংসদদের দিল্লিতে ধরনার প্রসঙ্গ টানেন। কুণাল বলেন, এই যে ডেরেক ও ব্রায়েন। যিনি তৃণমূলের ন্যাশনাল ট্রান্সলেটর। তিনি তো ২০১৩ সালে আমার গ্রেফতারির সময় বলেছিলেন, আইন আইনের পথে চলবে। এখন কেন প্রধানমন্ত্রীর অফিসের সামনে গিয়ে নাটক করছেন? সুদীপ-তাপসের গ্রেফতারির পরে কেন বলছেন না আইন আইনের পথে চলবে? তিনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে উপদেশ দেন তারা যেন উন্নয়নের প্রচারে পথে নামেন, অভিযুক্ত সাংসদদের জন্য পদযাত্রা না করেন। দেখুন ভিডিও: আর/১২:১৪/০৮ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2i4zQfZ
January 08, 2017 at 06:45AM
Home
»
ওপার বাংলা
» সরকারি পদ ফিরিয়ে দিলেন কুণাল। কাকে বললেন তৃণমূলের ন্যাশনাল ট্রান্সলেটর? (ভিডিও সংযুক্ত)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন