ঢাকা, ২১ জানুয়ারি- এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৫ সালে দারুণ সাফল্য পেয়েছিল বাংলাদেশ নারী দল। তাদের বিপক্ষে দুটি সিরিজে জিতেছিল রুমানা-সালমারা। এবার ঘরের মাঠে সেই দলটির কাছেই কিনা ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছে স্বাগতিক মেয়েরা। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ নারী দল হেরেছে বিশাল ব্যবধানে, আট উইকেটে। টস জিতে বাংলাদেশ নারী দল প্রথমে ব্যাট করতে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তারা মাত্র ৬৮ রানে ইনিংস গুটিয়ে নেয়। যাতে সর্বোচ্চ ওপেনার শারমিন সুলতানার, ১৩ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা নারী দল মাত্র ১০ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। রুমানা ও সালমা একটি করে উইকেট নিয়েও প্রতিপক্ষের জয়ের পথে বাধা হতে পারেননি। এর আগে সিরিজের চার ম্যাচের তিনটিতে হার এবং একটিতে জিতেছিল স্বাগতিক নারী দল। প্রথম দুই ম্যাচ তারা হেরেছিল ৮৬ ও ও ১৭ রানের ব্যবধানে। অবশ্য তৃতীয় ম্যাচে ১০ রানে জিতেছিল রুমানার দল। আর চতুর্থ ম্যাচে হেরেছিল ৯৪ রানের বিশাল ব্যবধানে। আর/১০:১৪/২০ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2j32Kxa
January 21, 2017 at 06:22AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন