উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, রায়গঞ্জঃ লখনউ-এ অনুষ্ঠিত ৫৩তম জাতীয় পূর্ণাঙ্গ নাটক প্রতিযোগিতায় দেশের সেরা সংলাপ লেখকের স্বীকৃতি লাভ করলেন রায়গঞ্জের বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক শান্ত রাহা। তিনি তাঁর নাটক ‘ফাঁদ’-এর জন্য এই পুরস্কার লাভ করেন।
লখনউতে আয়োজিত ৫৩তম পূর্ণাঙ্গ নাটক প্রতিযোগিতায় কলকাতার ১০টি দল, দিল্লির ৩টি দল সহ নাগপুর, পুনের বিভিন্ন খ্যাতিসম্পন্ন নাট্যদল অংশগ্রহণ করে। এই সর্বভারতীয় নাট্য প্রতিযোগিতায় দেবীনগর জাগরী থিয়েটার গ্রুপ রায়গঞ্জ এবার প্রথম অংশগ্রহণ করে এবং ছিনিয়ে নেয় বেস্ট স্ক্রিপ্ট রাইটারের সম্মান ও পুরস্কার। নাট্য রচনাকার ও নির্দেশক শান্ত রাহা। তাঁর নাটক ‘ফাঁদ’-এ তুলে ধরেছেন বর্তমান সময়ের সমস্যা এবং তার সমাধানের পথ।
এই প্রসঙ্গে নাট্য রচনাকার ও নির্দেশক শান্ত রাহা বলেন, ‘পুরস্কার পেয়ে খুবই আনন্দ পেয়েছি, পাশাপাশি আবার কলম ধরার তাগিদ অনুভব করছি। আমার লেখা বা জাগরীর নাটক বড়ো কথা নয়, সর্বভারতীয়স্তরে ‘রায়গঞ্জ’ নামটা একটা জায়গা করে নিয়েছে এটাই বড়ো প্রাপ্তি। আবার একটি নাট্য সংস্থার কর্ণধার বলেন, স্বাধীনতার এই প্রথম উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের একটি নাট্য সংস্থার স্ক্রিপ্ট রাইটারের সর্বভারতীয়স্তরে সেরা শিরোপা ছিনিয়ে আনা সত্যি রায়গঞ্জবাসীর গর্বের ব্যাপার।
from Uttarbanga Sambad http://ift.tt/2ktgbET
January 25, 2017 at 10:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন