পাকিস্তানের জামায়াত উদ দাওয়ার প্রধান হাফিজ সাঈদকে গৃহবন্দি করেছে দেশটির সরকার। সোমবার লাহোরের কাদিসিয়া মসজিদে তার বাড়িতে পাহারাদার বসিয়েছে পাকিস্তান সরকার। ভারত সরকার দাবি করে আসছিল, মুম্বাই হামলার নেপথ্যে ছিলেন হাফিজ সাঈদ।
জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ ও আমেরিকার নতুন সরকারের চাপে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলে মনে করছে পাকিস্তানি কূটনীতিকের এর অংশ। টুইটারে সাঈদের দাবি,‘ভারতের চাপেই এই সিদ্ধান্ত। জামায়াতকে নিষিদ্ধ করা হলে আমরা আদালতে যাব।’
২৬/১১-এর মুম্বই হামলার জন্য বহু দিন ধরেই নিজেদের হাতে তুলে দেয়ার জন্য দাবি জানিয়ে আসছে ভারত সরকার।
সম্প্রতি ভারতের সার্জিকাল স্ট্রাইকের পাল্টা হামলার চালানোর হুমকিও দিয়েছিলেন তিনি। আজাদ কাশ্মীরের মিরপুরে একটি জনসভায় সাঈদ মন্তব্য করেছিলেন, ভারতের যা করার করেছে। এ বার কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করার পালা আমাদের। পাকিস্তান সরকার সাঈদের সঙ্গে গৃহবন্দী করেছে জাফর ইকবাল, আবদুল্লা উবাইদ, কাজি কাসিফ নিয়াজ ও আবদুর রহমান আবিদকে।
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kNffiK
January 31, 2017 at 12:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.