হাইকোর্টের নির্দেশে ২৪ ঘণ্টার মধ্যে কুমিল্লায় ধর্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ● মুরাদনগরে প্রতিবন্ধী কিশোরীর ধর্ষণের ঘটনায় হাইকোর্টের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেবখাটে নজরুল ইসলামসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোরে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ জেলার হোমনা ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত অপর ৩ জন হচ্ছে- নজরুলের বাবা আবদুল কুদ্দুছ, বোন রোজিনা আক্তার, ভাবী আমেনা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন।

এর আগে পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে গত সোমবার দুপুরে স্বপ্রণোদিত হয়ে হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ নজরুলকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দেয়ার পর পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার শ্রীকাইল ইউনিয়নের ভাঙ্গানগর গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে বখাটে যুবক নজরুল ইসলাম এক প্রতিবন্ধী কিশোরীকে গত ২৩ ডিসেম্বর ওই এলাকার অনয় ব্রিকস নামের একটি ইটভাটায় নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই প্রতিবন্ধী চিৎকার করলে স্থানীয়রা ওই গ্রামের বখাটে নজরুলকে আটক করে। এরপর প্রভাবশালীদের চাপের মুখে নজরুলকে ছেড়ে দেয়া হয়।

এ খবর শুনে প্রতিবন্ধীর ভাই নিজাম উদ্দিন ঘটনার প্রতিবাদ করলে তাকে রামদা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে বখাটে নজরুল ও তার সহযোগিরা। পরে স্থানীয়রা আহত নিজামকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

মঙ্গলবার বাঙ্গরা বাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, জেলার হোমনা উপজেলার আলগীরচর থেকে নজরুলকে, অপর ৩ জনকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জোনারচর থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ভিকটিমের মা নিলুফা বেগম তার মেয়েকে ধর্ষণের অভিযোগ দাখিলের পর গত ৭ জানুয়ারি ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড করা হয়।

The post হাইকোর্টের নির্দেশে ২৪ ঘণ্টার মধ্যে কুমিল্লায় ধর্ষক গ্রেফতার appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2i8Zz8B

January 10, 2017 at 05:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top