মুম্বাই, ১৪ জানুয়ারি- মুক্তি পেয়েছে নওয়াজ়উদ্দিন সিদ্দিকির ছবি হারামখোর। ছবিটি একটি লাভস্টোরি। ছবি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, তিনি একসময় তাঁর শিক্ষিকার প্রেমে পড়েছিলেন। হারামখোর ছবিটি অসমবয়সী দুজনের প্রেমের গল্প। শিক্ষক শ্যাম ও ছাত্রী সন্ধ্যার মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কিন্তু সমাজ তাদের এই সম্পর্ক মেনে নেবে না। ফলে সম্পর্কের কথা লুকোতে শুরু করে তারা। এই নিয়েই এগিয়েছে হারামখোরের গল্প। নওয়াজ় জানিয়েছে, অসমবয়সী প্রেম হয় না যে তা নয়। হয়। বরং এটাই বাস্তব। সব জায়গায় এমন ঘটনা ঘটছে। আমি আমার শিক্ষিকার প্রেমে পড়েছিলাম। সব পুরুষের জীবনে এমন হয়। ঘটনাটি নিয়ে বলতে গিয়ে নওয়াজ জানান, তিনি এমন কোনও স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়েননি যেখানে শিক্ষিকারা ক্লাস নিতেন। কিন্তু তিনি যখন ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ভর্তি হন, সেখানে অনেক শিক্ষিকা ছিলেন। সেখানেই এক মিউজ়িক শিক্ষিকার প্রেমে পড়েছিলেন নওয়াজ়। তাঁকে দেখলেই নওয়াজ়ের এক্সপ্রেশন হতো, Oh My God! নওয়াজ়উদ্দিন সিদ্দিকির ছবি হারামখোর গতকাল মুক্তি পেয়েছে। ছবিটিতে তিনি ছাড়াও অভিনয় করেছন শ্বেতা ত্রিপাঠি। ছবিটি পরিচালনা করেছেন শ্লোক শর্মা। আর/১০:১৪/১৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iTSwg6
January 15, 2017 at 04:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top