সিবিআই হেপাজতে তাপস পাল

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ শনিবার ভুনেশ্বরের খুরদা জেলা কোর্টের বিশেষ আদালতে হাজির করা হয় তৃণমূল সাংসদ তথা বাংলা চলচ্চিত্রের নামি শিল্পী তাপস পালকে। সিবিআইয়ের পক্ষ থেকে তাঁকে পাঁচদিনের জন্য তাদের হেপাজতে চাওয়া হয়। উভয়পক্ষের বক্তব্য শোনার পর ম্যাজিস্ট্রেট তাপস পালকে আগামী তিনদিনের জন্য সিবিআইয়ের হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। তাঁর জামিনের আবেদন খারিজ হওয়ার পরই সিবিআইয়ের অফিসাররা তাঁকে নিয়ে যান তাঁদের দপ্তরে। সিবিআই সূত্রে জানানো হয়েছে, তাপসবাবুর অসুস্থতার কারণে তাঁর আবেদন মেনে কিছুক্ষণের জন্য বিশ্রাম দিয়ে ফের জেরা শুরু করা করে সিবিআই।

শনিবার সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে জানানো হয়, কেন্দ্রীয় সরকার রোজভ্যালির বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছে তার ওপর নজর রাখার কাজ করতেন তাপসবাবু। সেই কারণেই তাপসবাবু কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও সেবির কাছে একটি চিঠি পাঠিয়ে জানতে চেয়েছিলেনযে, তাদের কাছে রোজভ্যালির বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা। তাঁর সেই প্রশ্নের সাফাইয়ে তিনি লিখেছিলেন, রোজভ্যালির থেকে তিনি একটি জমি কিনেছিলেন। তাই তিনি জানতে চান ওই সংস্তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা।

সিবিআইয়ের পক্ষ থেকে এটাও জানানো হয়, আপাতদৃষ্টিতে এটা একটা সাধারণ চিঠি মনে হলেও এর ফদ্দেশ্য ছিল, অর্থদপ্তর রোজভ্যালির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা তা জেনে নেওয়া।



from Uttarbanga Sambad http://ift.tt/2iTx4M2

January 01, 2017 at 03:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top