বর্ষবরণ রাতে অপ্রীতিকর ঘটনা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, বেঙ্গালুরুঃ বর্ষবরণের রাতে বেঙ্গালুরুতে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শহরের এমজি রোডে সেদিন প্রচুর মানুষের ভিড়ের মাঝে একাধিক মহিলাকে শ্লীলতাহানির শিকার হতে হয়। এই প্রসঙ্গে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর জানান, বেঙ্গালুরুর মহিলারা সুরক্ষিত। আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেকারণে ওই এলাকায় দেড় হাজারের বেশি পুলিশ মোতায়ন করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে ২৫টি সিসিটিভি ক্যামেরা ছিল। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

এক প্রত্যক্ষদর্শী জানান, সেদিন একাধিক মহিলাকে শ্লীলতাহানি ও হেনস্তার শিকার হতে হয়। কাউকে কাউকে ছুটে পালাতে দেখা যায়। আবার কাউকে কাঁদতেও দেখা গিয়েছে বলে জানান তিনি। এই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর পুলিশ জানায়, তাদের কাছে এমন কোনো অভিযোগ আসেনি। কর্ণাটকের ডিজিপি ওম প্রকাশ জানান, সঠিক তথ্য হাতে এলেই দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2hKrWbq

January 02, 2017 at 10:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top