উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, পাটনাঃ নীতীশ কুমারের রাজ্যে মদ নিষিদ্ধ হওয়ার ন’মাস পর বিহার পুলিশ যা তথ্য দিল তা সত্যিই চিন্তার বিষয়। মদ নিষিদ্ধ হওয়ার একমাস পর রাজ্যে ২৭ শতাংশ অপরাধ কমেছে বলে দাবি করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নিজে। সম্প্রতি এক তথ্যে দেখা গিয়েছে, মদ নিষিদ্ধ হওয়ার পর অপরাধের হার আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ।
বিহার পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের এপ্রিল মাসে রাজ্যে ১৪,২৭৯টি অপরাধের ঘটনা প্রকাশ্যে এসেছিল। তার ছয় মাস পর, অক্টোবরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬,১৫৩।
যদিও অপরাধ ঠেকাতে ২০১৫ সালে বিহারে ক্ষমতায় আসার পর রাজ্যে মদ নিষিদ্ধ করেন নীতীশ কুমার। পাটনা হাইকোর্ট এই সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করলেও নতুন বিল এনে মদ্যপান করা বা মজুত রাখার উপরও কড়া নিষেধাজ্ঞা জারি করে নতুন সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই সিদ্ধান্তকে সমর্থন জানান। কিন্তু এই সিদ্ধান্ত যে অপরাধ ঠেকাতে কতখানি ব্যর্থ তা পুলিশের এই সমীক্ষাতেই স্পষ্ট।
from Uttarbanga Sambad http://ift.tt/2iOx9gg
January 13, 2017 at 02:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন