ওয়েলিংটন, ০৯ জানুয়ারি- নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হার। কিন্তু হতাশায় মুষড়ে পড়ার অবকাশ নেই। দুই ম্যাচের টেস্ট সিরিজ কড়া নাড়ছে দরজায়। মানসিক দৃঢ়তা নিয়ে এগিয়ে যেতে হবে লাল-সবুজের বাংলাদেশকে। সে লক্ষ্যেই সোমবার স্থানীয় সময় দুপুর ৩টায় (বাংলাদেশ সময় সকাল ৮টায়) ওয়েলিংটনে পৌঁছেছে বাংলাদেশ দল। এ ওয়েলিংটনেই আগামী ১২ জানুয়ারি থেকে কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে মুশফিক বাহিনী। নিউজিল্যান্ডের রাজধানীর রিজেস ওয়েলিংটন হোটেলে উঠেছেন উঠেছেন মুশফিক-সাকিব-তামিমরা। এদিকে সাদা পোশাক বলেই ওয়েলিংটন মিশনে নেই বাংলাদেশের সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অবকাশ যাপনে অস্ট্রেলিয়া যাচ্ছেন তিনি। সেখানে শেষ টি-টোয়েন্টিতে পাওয়া ডানহাতের আঙুলের চোট নিয়েও চিকিৎসকদের পরামর্শ নেবেন ম্যাশ। এছাড়া সীমিত ফরম্যাটের ক্রিকেটাররা যারা টেস্ট স্কোয়াডে নেই; শুভাগত হোম, তানভীর হায়দার, মোসাদ্দেক হোসেন সৈকত ও এবাদত হোসেনরা উড়াল দেবেন দেশের পথে। তারা সোমবার সকালেই দেশের পথে মাউন্ট মঙ্গানুই থেকে প্লেনে উঠেছেন তারা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরেজে এমন পারফরম্যান্স করার পর টেস্ট সিরিজে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে। তবে দেশের মাটিতে ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি নিয়েই কিউইদের বিপক্ষে টেস্ট খেলতে নামবে মুশফিক বাহিনী। প্রথম টেস্টের বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক), মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান ও শুভাশীষ রায়। আর/১৭:১৪/০৯ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2j9clRf
January 10, 2017 at 12:37AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন