মুরাদনগর প্রতিনিধি ● আপনি আপনার বিকাশ এ্যাকাউন্টের মাধ্যমে (০১৮১৫৫১৫৫০৬) পাচঁ হাজার ডলার পুরস্কার জিতেছেন। সেই পুরস্কার আগামী ২৪ ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়া হবে আপনাকে। পুরস্কার পেতে এখনি ০১৮৫০৮৬৬২৩৬ নাম্বারে যোগাযোগ করুন।
মঙ্গলবার বিকেলে বিকাশ কাস্টমার সার্ভিস পরিচয়ে মোবাইল ফোনে পুরস্কার পাওয়ার বার্তাসহ কল পান কুমিল্লা মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের মুদি দোকানদার ফারুক হোসেন।
এরপর একই নাম্বার থেকে রাত সাড়ে ১০টায় ০১৮৫০৮৬৬২৩৬ নাম্বার থেকে ফারুককে কল করে চাওয়া হয় তার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার ও পিন নাম্বার। এর পরও বুঝতে পারেননি তিনি প্রতারণার শিকার হচ্ছেন।
খুদে বার্তায় বলা হয়, ‘আপনার পুরস্কারের পাঁচ হাজার ডলার নিশ্চিত করতে হলে এক্ষুনি আমাদের ০১৭৭৭-৭৫৩৭৫৮ নম্বরে ১৪ হাজার ৫০০, ০১৭৯৭-৬১৭৫২২ নম্বরে ১০ হাজার ও ০১৮৫০-৮৬৬২৩৬ নম্বরে ১০ হাজার টাকা পাঠিয়ে যোগাযোগ করুন।
এরপর আপনাকে পৌঁছে দেওয়া হবে আপনার পুরস্কারের অর্থ ও বিকাশের সব সুযোগ-সুবিধা। কথামতো টাকা পাঠিয়ে রাত ১১টায় বিকাশ হেল্প লাইনের গ্রাহকসেবায় যোগাযোগ করলে কর্মকর্তা বলেন, ‘এ রকম একটি চক্র সারা দেশে বিভিন্ন ফোন নাম্বারে খুদে বার্তা ও কল দিচ্ছে। এটি প্রতারণা। ইন্টারনেটের সাহায্যে প্রতারকরা বিভিন্ন আইডি ও নাম্বার থেকে এসব বার্তা ও কল পাঠাচ্ছে। এদের ফাঁদে পা দিলে গ্রাহকরা প্রতারিত হবেন। এ ব্যাপারে সচেতন থাকার জন্য আমরা গ্রাহকদের অনুরোধ জানাচ্ছি।’
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। ‘সম্ভবত প্রতারকচক্রটি বিকাশ অ্যাকাউন্টধারী ব্যবসায়ীদের ফোনের নাম্বার সংগ্রহ করে পুরস্কারের ফাঁদ পাতে। এরপর তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিয়ে উল্টো ব্ল্যাকমেইল করে।
The post মুরাদনগরে বিকাশে পাচঁ হাজার ডলারের প্রতারনা! appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2jCK5Kh
January 11, 2017 at 04:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন