মুম্বাই, ১৯ জানুয়ারি- অনেকদিন থেকেই পর্দায় দেখা যাচ্ছে না অদিতি রাও হায়দারিকে। ওদিকে সঞ্জয় দত্তও ফিরছেন সিনেমায়। তার সঙ্গেই রুপালি জগতে ফিরতে যাচ্ছেন অদিতি। ভূমি শিরোনামের এই ছবিতে সঞ্জয়ের মেয়ের ভূমিকায় অভিনয় করছেন অদিতি। বাবা-মেয়ের হৃদয়স্পর্শী কাহিনী নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। এটি মুক্তি পাবে আগামী বছরের ৪ আগস্ট। বলিউডে কামব্যাক করছেন সঞ্জয় দত্ত৷ অভিনেতার স্ত্রী মান্যতাই এই খবর মিডিয়াতে জানিয়েছেন৷ শুটিং শুরুর তারিখ সব ঠিক হয়ে গেলেও হয়রানি সেখানেই শেষ হয়নি৷ ছবিতে সঞ্জয় দত্তের মেয়ের ভূমিকায় কে অভিনয় করবে তা নিয়ে চিন্তায় ছিল পরিচালকসহ সবাই৷ শ্রদ্ধা কাপুর, কৃতি শ্যানন সবার কথাই চিন্তা করা হয়েছিল এই চরিত্রের জন্য। কিন্তু সঞ্জয়ের মেয়ের চরিত্রে অভিনয়ের জন্য কেউই মনমতো হচ্ছিল না পরিচালকের৷ পরে অদিতিকে চূড়ান্ত করেন ছবির নির্মাতা। ছবিতে অদিতি রাও হায়দারি ও সঞ্জয় দত্ত। ভূমি ছবিতে অদিতির অভিনয় প্রসঙ্গে ছবির ম্যারি কম ও সরবজিৎ খ্যাত নির্মাতা ও পরিচালক উমাঙ্গ কুমার জানান, অনেক চিন্তা ভাবনা করে এই চরিত্রের জন্য অভিনেত্রী অদিতি রাও হায়দারিকেই নির্বাচন করেছেন৷ তিনি জানান, ছবিতে সঞ্জয়ের মেয়ের জন্য ঠিক যেভাবে চিত্রনাট্য লেখা হয়েছে, তাতে অদিতি একদম মানানসই। এই ছবির একটা সম্পদ হিসাবে দেখানো হবে বাবা-কন্যা সম্পর্কের মেলবন্ধন যার জন্য অদিতিকে বেশ ভালোই লাগবে বলে মনে করছে উমাঙ্গ কুমার৷ দুই মাস ধরে আগ্রায় ছবিটির চিত্রায়ণ হবে। সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করবেন ভেবে উচ্ছ্বসিত মেরি কমখ্যাত এই পরিচালক। ভক্তদের মতো সঞ্জয় নিজেও বড়পর্দায় আবার নিজেকে দেখতে মুখিয়ে আছেন। এরই মধ্যে চরিত্রটির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন সঞ্জয় দত্ত। প্রতিদিন দুই ঘণ্টা শরীরচর্চা কেন্দ্রে কাটছে তার। আগামী ২৯ জানুয়ারি তিনি শুটিংয়ে ফিরবেন তিনি। ২৯ জুলাই ৫৭ বছর বয়সী এই তারকার জন্মদিন বলেই ২৯ সংখ্যাটি বেছে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। সঞ্জয় দত্তকে সবশেষ ২০১৩ সালে পুলিশগিরি ছবিতে দেখা গেছে। তিনি এখন নিজের জীবন অবলম্বনে নির্মাণাধীন ছবি প্রযোজনা করছেন। এতে তার ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। তার বিপরীতে থাকছেন সোনম কাপুর। ১০ বছর পর আবার তাদেরকে দেখা যাবে একফ্রেমে। এটি পরিচালনা করবেন রাজকুমার হিরানি। চলতি মাসেই এর চিত্রায়ণ শুরু হবে। সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আর/১৭:১৪/১৯ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iN5tHO
January 20, 2017 at 12:55AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন