হরিণ আনা হবে মহানন্দা অভয়ারণ্যে

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, লাটাগুড়িঃ প্রকৃতির ভারসাম্য সুষ্ঠুভাবে বজায় রাখতে রাজ্যের বিভিন্ন প্রান্তের ডিয়ার পার্কে থাকা প্রায় ২০০টি হরিণকে মহানন্দা অভয়ারণ্যে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের বন দপ্তর এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। নতুন বছরের শুরুতেই যাতে এই কাজটি সম্পূর্ণ করা যায় সে জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে।

উত্তরবঙ্গের বন্যপ্রাণ বিভাগের মুখ্য বনপাল এন এস মুরলি জানান, কুমাই কংসাবতী ডিয়ার পার্ক, হিজলি ডিয়ার পার্ক ও বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ পার্ক থেকে আনা হবে এই হরিণগুলিকে। স্থির হয়েছে, দক্ষিণবঙ্গ থেকে প্রায় ১৯০টি হরিণকে এনে ছাড়া হবে মহানন্দা অভয়ারণ্যে। এই হরিণগুলিকে এনে প্রথমে এনক্লোজারে রাখা হবে। পরে সেগুলিকে জঙ্গলে মুক্ত করে দেওয়ার পরিকল্পনা হয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2iE7g5Z

January 03, 2017 at 07:46PM
03 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top