দোয়ারা বাজারে নৈনগাঁও শহীদ স্মৃতি সংসদের কমিটি গঠন


সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় গতকাল রবিবার দোয়ারাবাজার উপজেলার নৈনাগাঁও গ্রামে নৈনগাঁও শহীদ স্মৃতি সংসদ এর কমিটি গঠন করা হয়েচে। এ উপলক্ষ্যে নৈনগাঁও গ্রামের শহিদ পরিবার বর্গকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলায় ৪৫বছর আগে ১৯৭১ সালের আগস্ট মাসে মুক্তিযোদ্ধে নৈনগাঁও গ্রামে গণ হত্যায় ২১জন মুক্তিকামী জনতাকে লাইনে দাঁড় করিয়ে গণ হত্যা চালায় পাক হানাদার বাহিনী। এই ২১শহীদের স্মৃতি রক্ষার লক্ষ্যে গঠন করা হলো ২১শহিদের উত্তরাধিকারীদের সমন্বয়ে গঠন করা হয় নৈনগাঁও শহিদ স্মৃতি সংসদ। সকল সদস্যদের উপস্থিতি ও আলোচনা সাপেক্ষে মোঃ ফারুক আহমেদ কে সভাপতি ও দোয়ারা বাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক দেলোয়ার হোসাইন কে সাধারণ সম্পাদক করে ১৩সদস্য বিশিষ্ট্য কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। অন্যান্যদের মধ্যে হলেন সহ-সভাপতি নজরুল ইসলাম,সোনফর আলী (বুদর),সহ সাধারণ সম্পাদক আছকির আলী, নূরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক বশির মিয়া,মোহাম্মদ আলী,অর্থ সম্পাদক আছদ্দর আলী,দপ্তর সম্পাদক আব্দুল খালিক,প্রচার সম্পাদক চন্দ্র মালা,সম্মানিত সদস্য সুরুজ আলী,বতু মিয়া, দিনেশ দাস। নৈনগাঁও শহিদ স্মৃতি সংসদের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন দেশের জন্য প্রাণ দিয়েছেন আমাদের ২১জন আতœীয় স্বজন তাদের স্মৃতি স্মরণে স্মৃতি সৌধ নির্মাণ করে তাদের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রাখার জন্য আমাদের এই প্রয়াস নিয়ে গঠিত হলো নৈনগাঁও শহীদ স্মৃতি সংসদ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2izFPar

January 10, 2017 at 03:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top