টরন্টো, ১৫ জানুয়ারি- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক এর উপদেষ্টা কমিটি , আঞ্চলিক প্রতিনিধি এবং কার্যকরী কমিটির যৌথ সভা বিগত ৭ই জানুয়ারী, ২০১৭ মিজান কমপ্লেক্সের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সংগঠনের কলেবর সারা কানাডা ব্যাপী বিস্তৃত করার পরিকল্পনার অংশ হিসাবে এই ধরণের বিশেষ যৌথ সভা সংগঠনে এই প্রথম, যা সংগঠনে এক নুতন মাত্রা যোগ করেছে। সংগঠনের প্রতি ভালোবাসা , শ্রদ্ধা এবং দৃঢ প্রত্যয়ের কাছে হার মেনেছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। তাইতো কনকনে ঠাণ্ডার তীব্র শীতকে উপেক্ষা করে দূরদূরান্ত থেকে গ্রাজুয়েটরা যথাসময়ে সভাস্থলে উপস্থিত হন। ভাবতে একটু অবাক লাগলেও এটা সত্যি যে, আঞ্চলিক প্রতিনিধিরা সেই সুদূর নায়াগ্রা , হ্যামিলটন, কিচেনার , পিটারবোরো, বেইরী, এবং ওকভিল থেকে অনূষ্টানে উপস্থিত হন, যা সত্যিই প্রশংসনীয়। সংগঠনের উদ্যোমী এবং নিবেদিতপ্রাণ নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ,এম,এম তোহার প্রাণোবন্ত সঞ্চালনায় এবং নুতন চিন্তা -চেতনার ধারক নবনির্বাচিত সভাপতি সমর পালের সভাপত্বিতে সভার কার্যক্রম যথা সময়ে শুরু হয়। জনাব তোহা এই সংগঠনের রূপকার জনাব ইলিয়াস মিয়া এবং সংগঠনের আরেক প্রাণপুরুষ যিনি নীরবে নিভৃতে সংগঠনকে আথিক সহ সব সহযোগিতা করে যাচ্ছেন জনাব সারওয়ার সেলিম এবং সংগঠনের অত্যন্ত পরিশ্রমী এবং ত্যাগী নেতৃত্ব যিনি একাধারে পরীক্ষিত ও স্বীকৃত জনাব বাহাউদ্দিন বাহার এর প্রতি শ্রদ্ধা, সংগঠনের আর্থিক শৃঙ্খলা উন্নয়নে সদ্য বিদায়ী অর্থসম্পাদক তাপস ভট্টাচায্য এর বিশেষ অবদানের জন্যে তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম আরম্ভ করেন। প্রথমেই উপদেষ্টা মন্ডলীর পরিচিতি এবং বক্তব্য। প্রজ্ঞা , মেধা এবং অভিজ্ঞতায় পরিপুষ্ট উপদেষ্টামন্ডলী তাদের বক্তব্যে নুতন কমিটির কার্যকলাপকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতের অগ্রযাত্রার দিকনির্দেশনা পূর্ন বক্তব্য রাখেন। বক্তারা সংগঠনের জন্যে একটা স্থায়ী অফিস করার উপর গুরুত্ব আরোপ করেন। সভার বিশেষ আকর্ষণ ছিল প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস মিয়ার বক্তব্য। তিনি এই সংগঠনকে নর্থ আমেরিকার অন্যতম মানসম্পর্ন সংগঠন হিসাবে অভিহিত করেন। তিনি নুতন কমিটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সাথে সাথে সবাইকে সংগবদ্ধ ভাবে একসাথে সংগঠনের উন্নয়নের জন্যে কাজ করে যাবার উদ্দ্যাৎ আহ্বান জানান। সভার সভাপতি সমর পাল তার বক্তব্যে সংগঠনের শুরু থেকে এপর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম , সময় এবং মেধা দিয়ে সংগঠনকে একটা পরিপূর্ন সংগঠনে রূপ দিয়ে গেছেন তাদের সবাইকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। তাদের মধ্যে প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং জনাব সারওয়ার সেলিম প্রনিধান যোগ্য। তিনি বিশেষ করে বিগত কমিটির সভাপতি জনাব শওগাত আলী সাগর এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহারের ভূয়সী প্রশংসা করেন। সাথে সাথে তিনি খোরশেদ আলম খান, জহিরুল হক চৌধুরী, কামরুল , তাপস সহ সবাইকে তাদের অবদানের জন্যে ধন্যবাদ জানান। পরিশেষে, তিনি সবাইকে উপস্থিত হওয়ার জন্যে কৃতজ্ঞতা জানিয়ে সভার পরিসমাপ্তি ঘোষণা করেন। সভায় বক্তব্য রাখেন যথাক্রমে ডঃ শাহাদৎ হোসেন খান , ডঃ সাইফুল্লাহ চৌধুরী, ডঃ আজিজুল হক , সারওয়ার সেলিম, নাজমুল মুন্সী, ফরিদ উদ্দিন খান, সৈয়দ ফকরুদ্দিন, বাহাউদ্দিন বাহার, আমিন মিয়া , দুর্জোথি চান্দা, খোরশেদ আলম খান, হাসান তারিক চৌধুরী, জহিরুল হক চৌধুরী , দেবরাজ বিশ্বাস এবং আনোয়ার সাদাত। অনুষ্টানের শেষে এক অনাড়ম্বর নৈশ ভোজের আয়োজন করা হয়।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iyjkVC
January 15, 2017 at 06:10PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন