১৩ মাস ধরে শূন্য কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান পদ

ইমতিয়াজ আহমেদ জিতু ● উপ-নির্বাচন না হওয়ায় ১৩ মাস ধরে শূন্য রয়েছে কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান পদ। ফলে দাফতরিক নান‍া কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

গত বছরের ৭ ফেব্রুয়ারি কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুর রউফ মারা যাওয়ার পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল।

কোনো কারণে পদ শূন্য হওয়ার তিন মাস আগে, দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ম‍ারা গেলে পরবর্তী তিন মাস এবং সদস্য মারা গেলে দুই মাসের মধ্যে উপ-নির্বাচন দেওয়া বিধি থাকলেও গত ১৩ মাসে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা পরিষদের একাধিক কর্মকর্তা জানান, উপজেলা চেয়ারম্যান মারা যাওয়ার পর থেকে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, অনেক কাজে স্থবিরতা এসেছে।

সূত্র মতে, বিভিন্ন উপজেলা পরিষদের শূন্য পদগুলোতে উপ-নির্বাচন দিতে গত বছর নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে।

এ বিষয়ে কুমিল্লা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, নির্বাচনী বিধিমালায় কিছু সংশোধন আনা হচ্ছে। যে কারণে শূন্য পদে নির্বাচন দেরি হচ্ছে।

The post ১৩ মাস ধরে শূন্য কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান পদ appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2jL5Ean

January 30, 2017 at 10:24PM
30 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top