ক্রাইস্টচার্চ, ২১ জানুয়ারি- ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক নিউজিল্যান্ড থেকে ২৯ রানে এগিয়ে আছে বাংলাদেশ। মূলত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিং দাপটে দিনের শেষে ভয়ংঙ্কর চাপে পড়ে স্বাগতিকরা। সাকিব একাই তুলে নেন তিন উইকেট। আগামীকাল রবিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ২৯ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামবে কিউইরা। তবে শনিবার সাকিব ২ ওভারে ৩ উইকেট তুলে নেয়ার বাংলাদেশ ভালোভাবে ম্যাচে আছে বলে মনে করছেন তাসকিন আহমেদ। শুধু তাই নয় এই টেস্টে কিউইদের হারানোর স্বপ্নও দেখছে টাইগাররা এমনটাও জানিয়েছেন দলের ডানহাতি পেসার তাসকিন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই বলেন তিনি। তাসকিন বলেন, রবিবার খুব তাড়াতাড়ি কিউইদের বাকি তিনটি উইকেট নিয়ে নিতে হবে আমাদের। এরপর বাকি কাজটা করতে হবে ব্যাটসম্যানদের। দলের ব্যাটসম্যানরা যদি দ্বিতীয় ইনিংসে বড় রান সংগ্রহ করতে পারেন তাহলে আমাদের পক্ষে জয় পাওয়া সম্ভব। এদিকে এখনও ম্যাচের তিনদিন বাকি আছে বলেই তার মনে জয়ের সম্ভাবনা আছে। তিনি জানান,এখনও খেলার তিন দিন বাকি। এই তিন দিনে অনেক কিছুই ঘটতে পারে। তাসকিন আরও বলেন, আমরা অবশ্যই এখন ভালো একটি অবস্থানে এসে দাঁড়িয়ে। কারণ ২৬০ রানে প্রতিপক্ষের ৭ উইকেট চলে গেছে। তবে এখনই বেশি খুশি হওয়ার কিছু নেই। কারণ খেলাটা এখনও তিন দিন বাকি আছে। অন্যদিকে রবিবার কিউইদের বিপক্ষে টাইগারদের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, কাল সকালে এসে আমরা কিউইদের যত কম রানে সম্ভব অল আউট করতে চেষ্টা করব। এরপর ব্যাটসম্যানদের মাধ্যমে তাদেরকে ভালো একটি টার্গেট দিতে চাই। আর/১০:১৪/২১ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jYO5Sd
January 21, 2017 at 11:05PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন