উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল,মালদাঃ বামনগোলা ব্লককে নির্মল ঘোষণা করতে শনিবার মালদায় আসেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশানুসারে তিনি জানান গত বছরের তুলনায় এই বছর রাজ্য বাজেটে বেশি অর্থ বরাদ্দ করা হবে।
এই প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যের পানীয় জল প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই রাজ্যের ১০টি জেলার কমবেশি প্রত্যেকটিতেই ফ্লোরাইড বা আর্সেনিক বিষ পানীয় জলে মিশে রয়েছে। মালদাও তার ব্যতিক্রম নয়। এই কারণে এই জেলায় দুটি পানীয় জল প্রকল্প তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার জন্য খরচ হবে আনুমানিক ৬০০ কোটি টাকা। আর্সেনিক প্রবণ ৮টি ও ফ্লোরাইড প্রবণ ২টি জেলায় পানীয় জল প্রকল্পের জন্য মোট খরচ হবে আনুমানিক ১২ হাজার কোটি টাকা।
সুব্রতবাবু জানিয়েছেন, কেন্দ্র থেকে আর্থিক দিক থেকে বঞ্চনার শিকার হওয়ায় চরম সমস্যায় রয়েছে রাজ্য সরকার। টাকার জন্য রাজ্য সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই আগামী মার্চেই বিদেশ সফরে যাচ্ছেন তিনি।
from Uttarbanga Sambad http://ift.tt/2kgmCi5
January 29, 2017 at 07:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন