বরুড়ায় রাতের খাবার খেয়ে একই পরিবারের ৯ জন অচেতন

বিএম মহসিন ● বরুড়ায় রাতের খাবার খেয়ে একই পরিবারের ৪ মহিলা ও ৩ শিশুসহ মোট ৯ জন অচেতন হয়ে পড়েছেন। তারা বর্তমানে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাতে বরুড়া বাজার পৌর চৌরাস্তা এলাকার রুহুল আমিন প্রবাসির বাড়িতে এ ঘটনা ঘটে।

জানাগেছে, সোমবার রাত ১০টার দিকে পরিবারের সবাই রাতের খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তারা হলেন, সায়েরা বেগম (৩২), নাসরিন আক্তার (২৪), সুমি আক্তার (২০), মাহিনুর আক্তার (২৭), আলামিন (১৫), সৈকত (১৪), ঝর্ণা আক্তার (৪), নূরজাহান (৯), ফয়সাল (৬)।

তবে তাদের অচেতন হওয়ার সঠিক কারন এখনো জানা যায়নি। ধরনা করা হচ্ছে খাবারের সাথে কেউ কিছু মিশিয়ে দেয়ার কারনে তারা অচেতন হয়ে পড়েন।

এদিকে অচেতন হওয়াদের চিকিৎসার খোঁজ খবর নিতে বরুড়া থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করে।

The post বরুড়ায় রাতের খাবার খেয়ে একই পরিবারের ৯ জন অচেতন appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2isYQOm

January 03, 2017 at 01:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top