উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মাদারিহাটঃ হাতি কিনতে চায় পর্যটন দপ্তর। নারাজ বন দপ্তর। রাজ্য সরকারের দুই দপ্তরের মধ্যে হাতি কেনা নিয়ে হালকা মন কষাকষি হলেও এই দুই দপ্তরের সম্পর্কে খুব বড়ো প্রভাব পড়েছে এমন নয়।
সমস্যার শুরু কোথায়?
ডুয়ার্স এবং উত্তরবঙ্গের প্রাকৃতিক পরিবেশে ছুটি কাটাতে আসা পর্যটকদের আকর্ষণের অন্যতম বিষয় হল, হাতির পিঠে চেপে জঙ্গলে ঘোরা এবং বন্যপ্রাণী দেখা। কিন্তু মুশকিল হল হাতির সংখ্যা পর্যাপ্ত না থাকা। ফলে চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য থাকছে না। অনেককেই হতাশ হয়ে ফিরে যেতে হয়। পর্যটন দপ্তরের আশঙ্কা, এর নেতিবাচক প্রভাব একটু হলেও পড়তে পারে পর্যটন ব্যবসার ওপর। তাই হাতি কেনার সিদ্ধান্ত নিয়েছিল পর্যটন দপ্তর। কিন্তু কিনব বললেই তো আর কেনা যায় না! বন দপ্তরের কাছে অনুমতি চেয়েছিল পর্যটন দপ্তর। তবে পর্যটন দপ্তরের প্রস্তাবে তেমন আগ্রহ দেখায়নি বন দপ্তর। রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন জানিয়েছেন, তাঁরা কর্ণাটক থেকে হাতি আনার সিদ্ধান্ত নিয়েছেন। এতে হাতির সমস্যা মিটে যেতে পারে বলে আশাবাদী তিনি।
from Uttarbanga Sambad http://ift.tt/2iSR6CL
January 14, 2017 at 04:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন