১৫ লক্ষ কোটি বাতিল নোট ফিরেছে ব্যাংকে

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ শুরুতে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল বাতিল নোটের সবটাই ব্যাংকের হাতে ফিরে আসবে না। একই অনুমান ছিল রিজার্ভ ব্যাংকেরও। কিন্তু কিছুদিন আগে একটি রিপোর্টে জানা গিয়েছে ৯৭ শতাংশ বাতিল নোট ফিরে এসেছে ব্যাংকে। সেসময় রিজার্ভ ব্যাংক ওই তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সন্দেহ ভরা সেই রিপোর্টটিই এবার উঠে এল আরবিআইয়ের নিজস্ব সাপ্তাহিক গণনায়। রিজার্ভ ব্যংকের ‘কারেন্সি ইন সার্কুলেশন’ থেকে জানা গিয়েছে। নোট বাতিলের পর ১৫ লক্ষ কোটি টাকার পুরনো নোট অর্থাৎ ৯৭ শতাংশ ব্যাংকের হাতে ফিরে এসেছে। ব্যাংকের হাতে আসেনি মাত্র ৫৪ হাজার কোটি টাকার নোট। ৬ জানুয়ারি পর্যন্ত ৮.৯৮ লক্ষ কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2iWhawU

January 15, 2017 at 06:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top