মুম্বাই, ১৭ জানুয়ারি- কখনও কি ভেবে দেখেছেন, এত অল্প বয়সে কোহলির সাফল্যের চূড়ায় ওঠার পিছনে কী রহস্য লুকিয়ে রয়েছে? শুধুমাত্র কঠোর পরিশ্রম নাকি অন্য কিছু? সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারত অধিনায়ক নিজে মুখেই সে কথা জানিয়েছেন। সাফল্য আর বিরাট কোহলি এখন সমার্থক। সীমিত ওভারের খেলাতে ভারত অধিনায়ক নির্বাচিত হয়েছেন সদ্য। তাঁর নেতৃত্বে একের পর এক খেতাব জিতছে ভারত। ২২ গজে ব্যাট হাতে তিনি উপস্থিত রয়েছেন মানেই যেন জয় সুনিশ্চিত। সামনে রানের টিলা না পর্বত, সেটা তখন বড় বিষয় নয়। দর্শক জানেন, টিলা-পর্বত যাই থাকুক, বিরাট ঝড় তার উপরেই আছড়ে পড়বে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, এত অল্প বয়সে কোহলির সাফল্যের চূড়ায় ওঠার পিছনে কী রহস্য লুকিয়ে রয়েছে? শুধুমাত্র কঠোর পরিশ্রম নাকি অন্য কিছু? সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারত অধিনায়ক নিজে মুখেই সে কথা জানিয়েছেন। তিনি বিশ্বাস করেন, সাফল্য পেতে হলে অতিরিক্ত আবেগকে বর্জন করতে হয়। যেহেতু তাঁর জীবনে কাছের মানুষের সংখ্যা হাতে গোনা, তাই দুর্বল হওয়ার জায়গাও খুব কম। এই জন্যই মানসিক ভাবে তিনি অনেক এগিয়ে। তাঁর কথায়, আমি ভাগ্যবান যে, আমার খুব বেশি কাছের মানুষ নেই। আমার মনে হয় যে, এটা সাফল্য অর্জনে সাহায্য করে। যদি জীবনে অনেক বন্ধু থাকে, যাঁদের সঙ্গে প্রতি নিয়ত আপনি কথা বলতে পারেন, বিনোদনে মেতে উঠতে পারেন, তা এক দিক থেকে ক্ষতিকারক। এতে লক্ষ্যের প্রতি মনঃসংযোগ নষ্ট নয়। বলা বাহুল্য, নিজের নীতি সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যে দিয়েই সফল হওয়ার দিশা দেখাচ্ছেন খোদ ভারত অধিনায়ক। এখন তাঁর দেখানো নীতি মানবেন, না নিজের নীতি নিজেই বানাবেন, তা সম্পূর্ণ আপনার উপরই। আর/১৭:১৪/১৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iCwy0p
January 18, 2017 at 12:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top