কুমিল্লায় ৩ দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ● প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার কুমিল্লাসহ দেশের ৬৪ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলা উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর কুমিল্লা টাউন হল মাঠে বেলুন উড়িয়ে ৩দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

মেলার উদ্বোধনের পর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় আলোচ্য বিষয় ছিল “বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামীদিনের বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ ও আগামীদিনের বাংলাদেশ”।

সভায় প্রধান অতিথি ছিলেন হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আলী আশরাফ, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো: আবদুর রউফ চৌধুরী, পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন, কুমিল্লা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু ও শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট রুস্তম আলী।

সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম।

প্রধান অতিথি মেলা উদ্বোধনের পর মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো: আবদুর রউফ চৌধুরী, জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম, বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট রুস্তম আলী, পুলিশ সুপার মো: আবিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান তালুকদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবলু, কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ গোলামুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আজিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট বীরমুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবু তাহের, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কুন্ডুগোপী দাশ, সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, কুমিল্লা জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আদর্শ সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লা জেলা শাখার আহবায়ক পাপড়ী বসু, দু:স্থ মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচারক রোটারিয়ান দিলনাশি মোহসেন, কেটিসিসিএ লি: এর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক কাজী আবুল বাসার প্রমুখ।

আলোচনা সভার পর একইমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক পর্বে অচিন পাখি বাউল সঙ্গীতগোষ্ঠী সঙ্গীত পরিবেশন করে। মেলায় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা জেলা পরিষদ, নির্বাচন কমিশন, জেলা সমাজসেবা কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে, বাখরাবাদ গ্যাস লি:, কৃষি মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ বিভাগ, সামাজিক বন বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জোনাল সেটেলমেন্ট অফিস, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস, বিআরটিএ, আবহাওয়া অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা বিভাগ, পরিবেশ অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান সমূহ, কর অঞ্চল, জেলা সঞ্চয় অধিদপ্তর, ফায়ার বিগ্রেড, ওষুধ প্রশাসন অধিদপ্তর, জেলা পরিবার-পরিকল্পনা কার্যালয়সহ ১০১টি স্টল রয়েছে।

The post কুমিল্লায় ৩ দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2i6yVNp

January 09, 2017 at 11:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top