পরমাণু সমঝোতা ধ্বংস করবেন না: ট্রাম্পকে ওবামা

trrআন্তর্জাতিক ডেস্কঃ

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা বাতিল না করতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজর্য়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। পরমাণু সমঝোতা সইয়ের প্রথম বার্ষিকী উপলক্ষে ওবামা বলেছেন, আন্তর্জাতিকভাবে আলোচিত এ চুক্তি লঙ্ঘন করা ঠিক হবে না।

বারাক ওবামা সোমবার এক বিবৃতিতে বলেন, “আমেরিকাকে অবশ্যই মনে রাখতে হবে যে, বহু বছর প্রচেষ্টা চালানোর পর এ সমঝোতা সই হয়েছে যাতে প্রতিনিধিত্ব করছে বিশ্বের বড় বড় শক্তিধর দেশ; এটা শুধু ইরান ও আমেরিকার মধ্যকার চুক্তি নয়। বিদায়ী প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতাকে অবশ্যই বিকল্প ব্যবস্থার পদক্ষেপ হিসেবে দেখা উচিত।

কয়েক মাস গভীর আলোচনার পর ২০১৫ সালের ১৪ জানুয়ারি ইরান ও ছয় জাতিগোষ্ঠী পরমাণু ইস্যুতে সমঝোতা সই করে। তবে ডোনাল্ড ট্রাম্প তা বাতিল করার হুমকি দিয়েছেন। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2jm26JR

January 18, 2017 at 08:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top