দুটির বেশি সন্তান থাকলে দিল্লির স্কুলে ভরতি নয়

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল নয়াদিল্লিঃ দুটির বেশি সন্তান থাকলে তাদের স্কুলে ভরতির আবেদন করা যাবে না। এমনকি যাদের দুটির বেশি সন্তান রয়েছে তাঁরা শিক্ষকতার কাজের জন্যও আবেদন করতে পারবেন না। এমনই নিয়ম চালু করল দিল্লির প্রখ্যাত সালওয়ান মন্টেসরি স্কুল। চলতি বছর থেকেই এই নিয়ম জারি হয়েছে এবং এই শর্ত মেনেই সালওয়ান মন্টেসরি স্কুলে শিক্ষার্থী ভরতির ফর্ম রেজিস্ট্রেশন করা হচ্ছে। দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সালওয়ান গোষ্ঠীর চেয়ারম্যান সুশীল সালওয়ান। যদিও দিল্লি সরকারের তরফে এরকম কোনো নির্দেশিকা নেই। গত বছর স্কুলের সিলেবাস, শিক্ষার্থীদের অভিভাবকদের শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদির ওপর বিশেষ নির্দেশিকা জারি করলেও সন্তান নীতি নিয়ে কোনো নির্দেশিকা জারি করেনি দিল্লি সরকার।



from Uttarbanga Sambad http://ift.tt/2joceUV

January 16, 2017 at 06:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top