ওয়েলিংটন, ১৫ জানুয়ারি- টেস্টে দূর্দান্ত শুরুটা নিউজিল্যান্ডর সিরিজে প্রথম জয়ের আশাটাকে জাগিয়ে দিয়েছিল বেশ জোরে শোরে। কিন্তু শেষে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারা, বাজে বোলিং ও ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে টাইগার শিবিরকে আবারও বরণ করতে হলো পরাজয়ের তিক্ত স্বাদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, অনভিজ্ঞ বোলিং আর ইনজুরি আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। শেষ দিকে আমরা কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারিনি। স্বাভাবিকভাবেই খারাপ লাগছে এতো ভালো শুরুর পর টেস্টটা হারায়। আশা করছি, ক্রাইস্টচার্চে আমরা ঘুরে দাঁড়াবো। শেষের ভুলে হেরে গেলেও নিউজিল্যান্ড টেস্টে বাংলাদেশের ঝুলিতে যোগ হয়েছে অনেক অর্জন। এই টেস্টেই প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব আল হাসান। এ প্রসঙ্গে মুশফিক বলেন, সত্যিই ওর ব্যাটিংয়ে আমরা গর্বিত। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সে এখন সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট রানের মালিক। সাকিব অসাধারণ ব্যাট করেছে। আর/১৭:১৪/১৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jB6Efk
January 17, 2017 at 12:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top