ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় চারদিন বাড়ানো হয়েছে। আগামী শনিবার শেষ হবে মেলা।
সোমবার বিকেলে আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বোর্ড সভায় মেলার সময় চারদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, মেলায় স্টল মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার পর্যন্ত মেলার মেয়াদ বাড়ানো হয়েছে। অতিরিক্ত এ চারদিনের ফিও জমা দিয়েছেন তারা।
এর আগে ২০১৫ সালে দেশে টানা হরতাল-অবরোধসহ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল ছিল। তাই স্বাভাবিকভাবে ক্রেতা-দশনার্থীরা বাণিজ্য মেলায় যেতে পারেননি। যে কারণে স্টল-প্যাভিলিয়ন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের চেয়ে মেলার মেয়াদ ১০ দিন বাড়ানো হয়েছিল। কিন্তু গত বছর ছিল ভিন্ন চিত্র। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় ব্যবসায়ীদের দাবি সত্ত্বেও সময় বাড়ায়নি ইপিবি।
উল্লেখ্য, বর্ধিত সময় অনুযায়ী ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
এবারের মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে (পূর্ববর্তী তিন বছরের মতো) প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য জনপ্রতি ২০ টাকা।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kjoR3V
January 30, 2017 at 08:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.