লিমনের নাটক ‘টেখই মিয়া টেকিগেইছন’ এখন বাজারে


অভিনেতা সাইফুল আরেফিন লিমনের চিত্রনাট্য ও রচনায় সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মিত নাটক ‘টেখইমিয়া টেকিগেইছন’ এখন বাজারে এসেছে। গত শনিবার ইমন অডিও কমপ্লেক্সে এ ‘টেখইমিয়া টেকিগেইছন’ নাটকের মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি আলাউদ্দিন, গীতিকার কামরুল ইসলাম চৌধুরী, শাহ কালাম, ইমন অডিও কমপ্লেক্সের পরিচালক লোলন মোহাম্মদ, কৌতুক অভিনেতা শহীদ আহমেদ (ওরফে টেখই মিয়া), শাহ আলম, সাংবাদিক আমির হোসেন সাগর, ডায়না আক্তার সেতু, শিরিনা আক্তার সুমি, নাঈম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2i9IXMt

January 09, 2017 at 04:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top