তিন বছরেই অকেজো এটিএম কার্ড, তারপর?

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ আর মাত্র তিন বছর আয়ু। এরপর অপ্রয়োজনীয় হয়ে পড়বে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা এটিএম। আজ বেঙ্গালুরুতে ১৪ তম প্রবাসী ভারতীয় দিবসে নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত জানান, ২০২০ সালের পর বাতিল হয়ে যাবে নগদ টাকা বা কার্ডের ব্যবহার। বায়োমেট্রিক পদ্ধতিতে হবে আর্থিক লেনদেন। তিনি বলেন, নোট বাতিলের পর থেকে মানুষ অনেক বেশি জিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে পড়েছে। যার ফলে আয়করের আওতায় এসেছেন অনেকে। যা দেশের অর্থনৈতিক ব্যবস্থা অনেক বেশী উন্নত করবে।

এর স্বপক্ষে তিনি যুক্তি দেন, বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারে ৩০ সেকেন্ডেই হবে আর্থিক লেনদেন। ব্যবহারকারীর দেহের কোনো অঙ্গ ব্যবহার হওয়ায় এই পদ্ধতি অনেক বেশী সুরক্ষিত। ফলে জালিয়াতি হওয়ার সম্ভাবনা অনেক কম। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে, গ্রামীণ এলাকাও বায়োমেট্রিক পদ্ধতির ব্যবহারে যথেষ্ট স্বচ্ছন্দ।



from Uttarbanga Sambad http://ift.tt/2iRwJGT

January 08, 2017 at 07:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top