কলকাতা, ১৪ জানুয়ারি- প্রতারণার অভিযোগে বিজেপির রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদারকে থানায় ডেকে দীর্ঘক্ষণ জেরা করে গ্রেফতার করল উত্তর বিধাননগর থানার পুলিশ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, সুপ্রিম কোর্টে মামলা করিয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা নিয়েছেন তিনি৷ অথচ মাসের পর মাস কেটে গেলও সেই মামলা শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছায়নি৷৷ উল্টে টাকা চাইতে গেলে অভিযোগকারীদের প্রাণে মেরে ফেলার হুমকি দেন তিনি৷ এই বিষয়ে তাঁকে শনিবার সকালে থানায় ডেকে দীর্ঘক্ষণ জেরা করে পুলিশ৷ ঘটনার সূত্রপাত, ২০১৫ সালে৷ প্রাথমিক টেট পরীক্ষায় রাজ্যসরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে অনশনে বসেন কয়েকশো পরীক্ষার্থী৷ সেই সময় তাঁদের পাশে গিয়ে দাঁড়ান বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার৷ এই বিষয়ে শীর্ষ আদালতে মামলা করার জন্য তিনি পরামর্শ দেন৷ তাতে রাজি হন অনশনে বসা পরীক্ষার্থীরা৷ এরপর তাঁরা দুই ধাপে মোট সাত লক্ষ ২০ হাজার টাকা জয়প্রকাশের অফিসে গিয়ে আসেন বলেও অভিযোগ করেন অরূপ রতন রায় বলে এক অভিযোগকারী৷ অরূপ জানান, প্রথমে চাঁদা তুলে ২০১৫ সালে আমরা সুপ্রিম কোর্টে মামলার জন্য ৪ লক্ষ টাকা দিয়েছি৷ পরে আবার চাঁদা তুলে আরও তিন লক্ষ ২০ হাজার টাকা ২০১৬ সালে জয়প্রকাশ মজুমদারের অফিসে গিয়ে দিয়ে এসেছি৷ এর পর সময়ের পর সময় কেটে গেলেও তিনি শীর্ষ আদালতে কোনও মামলাই করেননি৷ এরপর গোটা বিষয়টি বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষের সঙ্গে অভিযোগকারীরা দেখা করেন৷ এই বিষয়ে দিলীপবাবু জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বলবেন বলে তাঁদের আস্বস্ত করেন বলে জানান জানান অরূপ রতন রায়৷ অথচ তার পরেও সুরাহা না মেলায় তাঁর বিরুদ্ধে উত্তর বিধাননগর থানায় এফআইআর করতে বাধ্য হয় তাঁরা৷ আর/১০:১৪/১৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iTHDLy
January 15, 2017 at 04:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top