উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ সর্বসম্মতি না হওয়ায় ১ এপ্রিল চালু হচ্ছে না পণ্য এবং পরিসেবা কর (জিএসটি)। জিএসটি কাউন্সিলের বৈঠক ভেস্তে যাওয়ায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, ১ এপ্রিলের বদলে ১ জুলাই থেকে সারা দেশে চালু হবে জিএসটি। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘১ এপ্রিল জিএসটি চালু করার ব্যাপারে আমি সর্বতভাবে চেষ্টা করেছিলাম। কিন্তু ১ জুলাই থেকে তা চালু করার ব্যাপারে ঐক্যমত হয়েছে। তাই আমার মনে হয় জিএসটি চালু করার বাস্তবসম্মত দিন হল ১ জুলাই।’
জিএসটি যাতে ১ এপ্রিল থেকে চালু হয় সেদিকে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি শিল্প মহলও অধীর আগ্রহে তাকিয়ে ছিল। কিন্তু নির্ধারিত সময়সীমার বদলে তা পিছিয়ে যাওয়ায় দেশের শিল্প মহল খানিকটা হতাশ।
রাজ্যের ক্ষতিপূরণ এবং কর জমার সময়সীমা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনো ঐকমত্য সাধন হয়নি। তাই মতোবিরোধ বারবার মাথাচাড়া দিচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে জিএসটি চালু করার কথা।
from Uttarbanga Sambad http://ift.tt/2jjaWrD
January 17, 2017 at 01:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.