উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কলকাতাঃ শুক্রবার মিলন মেলা তৃতীয় বিশ্ববঙ্গ সম্মেলনের সূচনা করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ২৯টি দেশের প্রতিনিধি। এছাড়াও দেশ-বিদেশের শিল্পপতিরা।
এদিন সমস্ত শিল্পপতিদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বাংলা এগিয়ে থাকা রাজ্যগুলির মধ্যে একটি। বাংলায় বিনিয়োগ বাড়াতে হবে। এরজন্য সবরকম সাহায্য করা হবে শিল্পপতিদের এবং কোনোরকম সমস্যা দেখা দিলে তার দ্রুত ব্যবস্থা করা হবে।’ তিনি আরও বলেন, ‘বাংলায় প্রথম স্কুল পড়ুয়াদের সাইকেল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাংলার গৌরবময় পরিকল্পনা। রাজ্যে যুব সম্প্রদায়ের জন্য রয়েছে শিল্প, উত্পাদন, ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন উন্নত পরিকাঠামো। চালু করা হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরিসেবা। রাজ্যে রয়েছে রেল সড়ক সংযোগ ব্যবস্থা, ল্যান্ড ব্যাংক, জমি নীতি, দক্ষ শ্রমিক ও বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা। পাশাপাশি এদিন শিল্পে বিনিয়োগের আহ্বান জানান সৌরভ গঙ্গোপাধ্যায়।
from Uttarbanga Sambad http://ift.tt/2iS8DKm
January 20, 2017 at 06:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন