কলকাতা, ২১ জানুয়ারি- রোজভ্যালি-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। সিবিআইয়ের হাতে বিস্ফোরক ভিডিও। যেখানে তৃণমূলের একাধিক নেতার রোজভ্যালি দফতরে গিয়ে বৈঠক করার ভিডিও যেমন রয়েছে, তেমনই তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রোজভ্যালির খবরের কাগজের অফিসে বসে কাজকর্ম দেখভাল করছেন সেই ভিডিও রয়েছে সিবিআইয়ের কাছে। শুধু তাই নয়, তৃণমূল সাংসদের বাড়িতে রোজভ্যালি কর্তা যে সমস্ত বৈঠক করেছেন সেই সমস্ত ভিডিও সিবিআইয়ের হাতে এসেছে বলে জানা গিয়েছে। পুরো ভিডিও স্টিং চালানো হয়েছে। আর এই গোটা স্টিং অপারেশন চলেছে খোদ গৌতম কুণ্ডুর নির্দেশে। অনেক সময়ে তিনি নিজেই অপারেশন চালিয়েছেন। সারদা সাম্রাজ্য ভেঙে যাওয়ার পরেই চিন্তা বাড়তে থাকে গৌতম কুণ্ডুর। বিশেষ করে বেশ কয়েকটি রাজ্যে ব্যবসা গোটানোর জন্যে চাপ বাড়তে থাকে। যদিও রাজ্যে সেই অর্থে কোনও চাপ তাঁর উপর ছিল না বলেই তদন্তকারী আধিকারিকরা। কারণ, তৃণমূলের শীর্ষ নেতাদের আশীর্বাদের হাত ছিল গৌতম কুন্ডুর উপর। তাঁদের ভরসাতেই রমরমিয়ে এই রাজ্যে সারদার পরেই ব্যবসা চালিয়ে যায় গৌতম কুন্ডু। তদন্তে সিবিআই আধিকারিকরা এমনটাই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন বলে সিবিআই সূত্রে খবর। যদিও এই আশ্বাসে গৌতমবাবু খুব একটা স্বস্তিতে ছিলেন না বলেই মত সিবিআই আধিকারিকদের। কারণ, তিনি বুঝতে পেরেছিলেন যে যে কোনও সময়ে বিপদ ঘনিয়ে আসতে পারে। সেজন্যেই তিনি ঠিক করেন যে কোনওদিন যদি ব্যবসা ডুবে যায় তাহলে সবাইকে নিয়েই ডুবব! যেমনি ভাবা তেমনি কাজ! তখনই তিনি স্টিং অপারেশন করার সিদ্ধান্ত নেন গৌতমবাবু। আর সেই ভিডিও এখন সিবিআইয়ের হাতে। যেখানে শাসকদলের একাধিক নেতা যেমন রয়েছে, তেমনই শাসকদলের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক করার ভিডিও রয়েছে। ফলে, এই ভিডিও আগামিদিনে তৃণমূলের উপর আরও বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিকমহল। আর/১০:১৪/২১জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jLMiTc
January 22, 2017 at 04:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top