ওয়েলিংটন, ১৩ জানুয়ারি- বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টে কিউইদের পঞ্চম উইকেট জুটিতে নতুন রেকর্ড গড়লেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে পাকিস্তানের আসিফ ইকবাল ও জাভেদ মিয়াদাদের করা ৪১ বছরের পুরনো রেকর্ড (২৮১) ভেঙে দিয়েছেন বাংলাদেশি এ দুই ব্যাটসম্যান। ওয়েলিংটনে পঞ্চম উইকেটে ৩৫৯ রানের জুটি গড়েন মুশফিক ও সাকিব। দুর্দান্ত এ জুটি গড়ার পথে ডাবল সেঞ্চুরি হাঁকান সাকিব। রেকর্ডের জন্ম দেওয়া এ পার্টনারশীপে সাকিবের ১৯৪ রান রয়েছে। তার সঙ্গে ১৫৯ রান করেন মুশফিক। আর দুর্দান্ত এই ইনিংসের মধ্য দিয়েই যে কোনো উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়লেন সাকিব ও মুশফিক। কিউইদের বিপক্ষে বাংলাদেশের এটিই সর্বোচ্চ রানের পার্টনারশীপ। আগের রেকর্ডটি ছিল জুনাইদ সিদ্দিক ও তামিম ইকবালের (১৬১)। দুই বছরেরও অধিক সময় পর টেস্টে সেঞ্চুরির দেখা পান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুজনেরই এটি চতুর্থ টেস্ট শতক। সেই সঙ্গে নিউজিল্যান্ডের মাটিতে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়ায় এই টেস্টটি স্মরনীয় হয়ে থাকবে সাকিবের কাছে। আর/১৭:১৪/১৩ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jDQT6x
January 13, 2017 at 11:35PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন