শিবগঞ্জে অগ্নিকান্ডে ৩০ বিঘার আঁখ ক্ষেত পুড়ে গেছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা মাঠে আগুন লেগে প্রায় ৩০ বিঘা জমির আঁখ ক্ষেত পুড়ে নষ্ট হয়ে গেছে। এ অগ্নিকান্ডের ফলে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আঁখ চাষিরা জানিয়েছেন।
এ অগ্নিকান্ডে ব্যাপারে আঁখ ক্ষেত চাষি ও শিবগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, পিঠালিতলা মাঠে শনিবার সন্ধ্যায় একজন কৃষক আঁখ ক্ষেতের আগাছা পুড়িয়ে ফেলার জন্য আগুন ধরালে সেই আগুন পার্শ্ববতী আঁখ ক্ষেতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৩০ বিঘা জমির আঁখ ক্ষেত আগুনে পুড়ে যায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্ট্যাব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবদুল মজিদ আকন্দ জানান, এ অগ্নিকান্ডে ওই মাঠের ১৮ জন কৃষকের প্রায় ৩ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। তবে মাঠের আঁখ চাষিরা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৫-০১-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2jlpx8J

January 15, 2017 at 09:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top