ঢাকা, ২৪ জানুয়ারি- আগামী ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসর। এ আসরে শহীদ আফ্রিদির পেশোয়ার জালমির হয়ে খেলবেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ও ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। গত আসরে করাচি কিংসের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এ আসরে করাচি তাকে দলে রাখেনি। পেশোয়ার জালমির জার্সিতে তামিমের সতীর্থ হয়ে খেলবেন সাকিব। তামিম ইকবাল গত আসরে জালমির হয়ে মাঠ মাতিয়েছেন। এবারের টুর্নামেন্টে পুরো সময় খেলতে পারবেন না বাংলাদেশের এ দুই তারকা। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৫ মার্চ পর্যন্ত হবে পাকিস্তান সুপার লিগ। ফেব্রুয়ারিতে ভারত সফরে যাবে বাংলাদেশ। ৯ ফেব্রুয়ারি হায়দেরবাদে হবে সফরের একমাত্র টেস্ট ম্যাচ। তাই টুর্নামেন্টের শুরুতে যে সাকিব আল হাসান ও তামিম ইকবাল থাকছেন না তা অনেকটাই নিশ্চিত। মার্চে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সে সময় পিএসএল খেলার অনুমতি প্রদান করবে কিনা সে প্রশ্নও থেকে যায়। তাই পেশোয়ার জালমি সাকিব আল হাসানের বদলি হিসেবে ঠিক করেছে শ্রীলঙ্কার তিলাকরত্নে দিলশানকে। লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে সোমবার পিএসএলের এবারের আসরের বদলি ক্রিকেটারদের তালিকা ঠিক করা হয়। যে বিদেশি ক্রিকেটাররা চোট, আন্তর্জাতিক ব্যস্ততা কিংবা নিষেধাজ্ঞার জন্য খেলতে পারবে না তাদের স্থলাভিষিক্ত করার জন্য ক্রিকেটার বাছাইয়ের সুবিধা দিতেই এ ব্যবস্থা। তবে তামিম ইকবালের কোনো বদলি ক্রিকেটার বেছে নেয়নি পেশোয়ার জালমি।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kdywGE
January 25, 2017 at 02:21AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন