ফিরল শিশুকন্যা, ধৃত মাসি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, জলপাইগুড়িঃ ২০১৬ সালের ১৫ ডিসেম্বর ক্রান্তি ফাঁড়িতে নিজের শিশুকন্যাকে অপহরণের অভিযোগ দায়ের করেন ক্রান্তির এক বাসিন্দা। এই অপহরণের এক মাসের মাথায় সে তাঁর শিশুকন্যাকে ফিরে পেলেন। ১৩ জানুয়ারি দিল্লির সুলতানপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে ক্রান্তি ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার নিজের দপ্তরে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি শিশুটিকে চাইল্ড লাইনের হাতে তুলে দেন। পরে চাইল্ড লাইনের সদস্যরা সমস্ত কাগজপত্র দেখে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেন।

পুলিশ সুপার বলেন, ‘আমরা চাইল্ড লাইনের মাধ্যমে শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি। এই অপহরণের ঘটনায় শিশুটির মাসি চৈতি রায়কে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা চলছে। অভিযুক্তকে বুধবার আদালতে তোলা হবে।’



from Uttarbanga Sambad http://ift.tt/2jJkxIk

January 18, 2017 at 03:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top