উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ
১) নিয়মিত নেলপলিশ পড়লে অনেকসময় নখ হলদে হয়ে যায়। এই ছোপ তুলবেন কিভাবে? ইষদুষ্ণ জলে কয়েক ফোঁটা শ্যাম্পু এবং পাতিলেবুর রস মেশান। তাতে মিনিট পাঁচেক আঙুল ডুবিয়ে রাখুন। এরপর ঠান্ডা জলে হাত ধুয়ে নিয়ে ময়েশ্চারাইজার মেখে নিন। সপ্তাহে দুদিন করলেই দাগ উধাও।
২) নখ কখনো চৌকো করে কাটবেন না। এতে নখ ভাঙে তাড়াতাড়ি। ওভাল করে কেটে ফাইল করে নিলে খোঁচা লাগারও ঝামেলা থাকে না।
৩) নখ ভীষণ পাতলা? সপ্তাহে একটা করে ক্যালসিয়াম ট্যাবলেট খান। পাতলা নখও শক্ত হয়ে যাবে।
৪) নখেরও প্রয়োজন শ্বাস নেওয়ার। তাই মাঝেমধ্যেই ফাঁকা রাখুন নখ।
৫) নখ পাতলা হোক বা শক্ত ভুলেও ব্লেড চালাবেন না। এবড়ো খেবড়ো হয়ে ভেঙে যেতে পারে নখ।
৬) দাঁত দিয়ে কখনো নখ কাটবেন না। নখের গড়ন খারাপ তো হবেই, সাথে পেটের সমস্যাও হতে বাধ্য।
৭) নিয়মিত নেলপলিশ ব্যবহার করলে বাছুন হালকা শেডের রঙ। কারণ এতে গাঢ় রঙের তুলনায় কম কেমিক্যাল ব্যবহার করা হয়।
from Uttarbanga Sambad http://ift.tt/2jL2l3W
January 21, 2017 at 06:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.