পুনে, ১৭ জানুয়ারি- ইংল্যান্ড বধের পর এক ইংরেজের মুখেই কোহলিকে নিয়ে বিরাট স্তুতি! পুনেতে সিরিজের প্রথম একদিনের ম্যাচে কেদার যাদবকে সঙ্গে নিয়ে অধিনায়কোচিত ইনিংস খেলে ভারতের জয় এনে দিয়েছেন বিরাট কোহলি৷ মহেন্দ্র সিং ধোনি সীমিত ওভারের ক্রিকেটে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব ছাড়ার পর এটাই ছিল ক্যাপ্টেন কোহলির অভিয়েখ ম্যাচ৷ আর অভিষেকেই বাজিমাৎ৷ ইংরেজদের দেওয়া বিরাট রানের টার্গেট তাড়া করতে নেমে যখন ভারতের টপ অর্ডার হুমড়ি খাচ্ছিল, ঠিক তখনই সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে ম্যাচ জেতালেন কোহলি৷ এর পরই অন্য অনেকের মতোই ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে অন্য গ্রহের ক্রিকেটার সম্মোধন করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। টেস্ট, একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাটই এখন বিশ্বের সেরা খেলোয়াড়। ট্যুইটারে এমনই মন্তব্য করেছেন ভন। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডের ৩৫০ রান তাড়া করে ৩ উইকেটে জয় পেয়েছে ভারত। ৬৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পরে পঞ্চম উইকেট জুটিতে বিরাট ও কেদার যাদব ২০০ রান যোগ করেন। বিরাট ১০৫ বলে ১২২ এবং কেদার ৭৬ বলে ১২০ রান করে দলকে জেতান। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত আটবার ভারতীয় দল একদিনের ম্যাচে ৩০০ বা তার বেশি রান তাড়া করে জিতেছে। এর মধ্যে ৬টি ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট। রান তাড়া করার ক্ষেত্রে তিনি মোট ১৭বার শতরান করেছেন। এর মধ্যে ১৫টি ম্যাচেই ভারত জিতেছে। চাপের মুখে খেলা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিরাট। সেই কারণেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ ভন। আর/১২:১৪/১৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iuBzwA
January 17, 2017 at 06:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top