আন্তর্জাতিক ডেস্ক – মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ৭টি মুসলিম দেশের জনগণকে তার দেশে নিষিদ্ধ করছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে। একই সঙ্গে মেক্সিকো সীমান্তে দেয়াল বানানোর বিষয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এসব বিষয়ে আগামী কয়েকদিনের মধ্যে কয়েকটি নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন তিনি। এই আদেশের মধ্যে মধ্যপ্রাচ্য আর আফ্রিকার ৭টি মুসলিম দেশ থেকে বাসিন্দাদের যুক্তরাষ্ট্রে আসার বিধিনিষেধ ছাড়াও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মানের ঘোষণাও থাকবে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প প্রশাসনের একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জনায়, সিরিয়া, ইয়েমেন, ইরাকসহ মধ্যপ্রাচ্য আর আফ্রিকার কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের বাসিন্দাদের প্রবেশে কড়াকড়ি আরোপ করবেন ট্রাম্প। এ সপ্তাহের শেষের দিকে এই ঘোষণা আসতে যাচ্ছে।শরণার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করার ঘোষণা দিয়ে একটি টুইট বার্তায় ট্রাম্প বলেন, আরো অনেক কিছুর মতো আমরা দেয়াল বানাবোই। তিন বলেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে আগামীকাল হবে একটি বিশাল দিন। আরো অনেক কিছুর মতো আমরা দেয়াল বানাবোই। অবশ্য ২ হাজার মাইল লম্বা মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার বিষয়টি ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল। তবে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্তের কিছু অংশে আগে থেকেই দেয়াল রয়েছে।
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কিছু ঘোষণাও আসতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে অভিবাসীদের জন্য অভয় শহরগুলোকে কেন্দ্রীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে বাধ্য করার মতো উদ্যোগ রয়েছে। এসব শহরে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার বা আটক করা হয় না।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2jptacY
January 25, 2017 at 08:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.